রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

খাঁচায় বন্দি ‘টুরু লাভ’


প্রথম প্রেমে পড়া অবুঝ মনের কোণে সবচেয়ে বেশি উঁকি মারে আকাশের বাঁকা চাঁদ। ভালোবাসার মানুষের মুখে ভেসে ওঠে পূর্ণিমার চাঁদ। বার বার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে প্রেমিকার চাঁদবদন। প্রিয় মানুষটিকে নিয়ে উপমা দেওয়ার একমাত্র নির্ভরযোগ্য ভরসাই যেন তখন যোজন যোজন দূরের চাঁদ। ছোটবেলায় দাদি-নানির মুখে শোনা চাঁদের বুড়ির গল্পও যেন বাস্তবতার বাতি জ্বেলে দেয় মনের কোণে। কিন্তু মাটির পৃথিবীতে প্রিয় মানুষটিকে খুশি করার জন্য প্রতিটি প্রেমিক পুরুষকে ফুলের দ্বারস্থ হতে হয়। এসব সেকেল। যুগের সঙ্গে মানুষের ভালোবাসারও পরিবর্তন ঘটেছে। এখন মানুষ হাতে ফুল পাওয়ার চেয়ে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দামি দামি বিদেশি খাবার খাওয়াকেই যেন বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। এখন আর প্রিয়ার খোপায় গাঁদা অথবা জবা ফুল গুঁজে দেয় না। সম্পর্ক গড়তে তাদের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছে নামি দামি রেস্তোরাঁ। প্রাকৃতিকে বাদ দিয়ে মানুষ হয়ে উঠেছে বড় বেশি মেকি। বিশেষ দিনগুলোতে প্রেমিকের হাতে ফুলের চেয়ে ভালো-মন্দ খাবারের বাজেট দেখেই বেশি পুলকিত হয় প্রেমিকা।
কয়েকদিন আগে কঠোর লকডাউনের মধ্যে গিয়েছিলাম ঢাকার অদূরে বিরুলিয়ার গোলাপগ্রামে। যে গ্রামের সিংহভাগ মানুষ গোলাপ চাষ করেন। তাদের জীবিকার প্রধান মাধ্যম গোল চাষ। বিশ্বব্যাপী করোনার প্রকোপের প্রভাব পড়েছে এই গ্রামে। কমেছে গোলাপের দামও। অন্য সময় যেখানে গোলাপের দাম প্রতি পিচ পাঁচ থেকে দশ টাকা, করোনার দরুন সেই গোলাপের দাম নেমে দাঁড়িয়েছে প্রতি পিচ পঞ্চাশ পয়সায়! একবার ঠান্ডা মস্তিষ্কে ভেবে দেখেছেন? কী ভয়ানক, সাংঘাতিক। মানুষ এখন আর ধুমধামের সঙ্গে বিভিন্ন বিদস, অনুষ্ঠান করে না। এর বিরূপ প্রভাব পড়েছে গোলাপ চাষীদের ওপর। কয়েকজন চাষীর সঙ্গে কথা বলে যা জেনেছি, তা হৃদয়বিদারক। একশ গোলাপের আঁটি থরে থরে সাজিয়ে রাখা পথের ধারে। কোনো দর্শনার্থী দেখলেই ডেকে ডেকে বলছেন, ভাই গোলাপ নিয়ে যান। প্রতি পিচ পঞ্চাশ পয়সা। একজন চাষীর এরচেয়ে দুর্দিন আর কী হতে পারে?
ভালোবাসার সঙ্গে গোলাপের সম্পর্ক অঙ্গাঙ্গীন। প্রথম প্রেমের প্রস্তাব একটি গোলাপ অথবা রজনিগন্ধার স্টিক ছাড়া কল্পনা করা যায় না। করোনায় গৃহবন্দি মানুষের ভেতরে প্রেমও যেন মরতে বসেছে! যান্ত্রিক যুগে তাই একথা নির্দিধায় বলা যায়, গোলাপের সঙ্গে কমেছে প্রেমের দাম। খাঁচায় বন্দি ‘টুরু লাভ’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেফারিকে চোর বলে লাল কার্ড পেলেন ফুটবল দলের কর্তা

  ৩ ফেব্র“য়ারি (শুক্রবার) কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারায় মোহা...